চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা থামছেই না। বিভিন্ন মহলে তাকে নিয়ে আলোচনা চলছেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে-বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে। সে আলোচনায় ঘি ঢেলেছে পুলিশ কর্মকর্তার সঙ্গে পরীর জন্মদিন উদযাপনের ভিডিও।পরীমনিকাণ্ডে ৯ আগস্ট নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী এসডি রুবেল।
লিখেছেন, ‘হ্যালো বিবেক, বিচার আদালতে হোক, মিডিয়াতে নয়! জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে প্রথমত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করানো উচিত ছিল? একান্ত ব্যক্তিগত জীবনে পরীমনি যদি ভুল করে থাকে, একজন শিল্পীকে বৃহত্তর স্বার্থে শুধরানোর জন্য সামাজিক সুযোগ রাখা উচিত ছিল কি!’
তিনি আরও লেখেন, ‘পর্দার আড়ালে সে যদি ভুল করে থাকে, সেটা বিচ্ছিন্নভাবে জনগণের সামনে এনে কার স্বার্থ হাসিল করা হলো! সম্ভাবনাময় একজন শিল্পীর এমন পতনে হৃদয় ব্যথিত!’গত বুধবার (৪ আগস্ট) বনানীর বাসা থেকে মাদকসহ আটক করা হয় চিত্রনায়িকা পরীমনিকে।
তার বিরুদ্ধে বনানী থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮- এর ৩৬ (১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় মামলা করা হয় এ অভিনেত্রীর বিরুদ্ধে। আসামি করা হয় পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও। ওই মামলায় চারদিনের রিমান্ডে থেকে গতকাল আরও দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে পরীমনিকে।মঙ্গলবার (১০ আগস্ট) শুনানির আদেশ শুনে আদালতে কেঁদে ফেলেন পরীমনি। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় চিৎকার করে ওঠেন পরীমনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আপনারা মিডিয়া কী করছেন? সব তাকিয়ে তাকিয়ে দেখছেন?এর আগে এদিকে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমনি বিভিন্ন তথ্য দিয়েছেন। জানিয়েছেন, ২০১৪ সালে শোবিজে পা রাখেন তিনি। ২০১৬ সাল থেকে মাদকাসক্ত হয়ে পড়েন। নিজের চাহিদা মেটাতে নিজের ফ্ল্যাটে মিনিবার স্থাপন করেছিলেন। তার বারে বিভিন্ন বিদেশি মদ ছিল। সেগুলো সরবরাহ করেছিলেন নজরুল রাজ।পরে পুলিশের জিজ্ঞাসাবাদে একাধিক ব্যক্তির নাম জানিয়েছেন পরীমনি। পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে তার সম্পর্কের কথা জানান তিনি। পরে সিসিটিভির ফুটেজে পাওয়া যায় তার প্রমাণ। এছাড়া দেশি-বিদেশি একাধিক ব্যক্তির নামও বলেছেন পরীমনি। এমনটাই জানা গেছে সূত্রে।
No Result
View All Result