
নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনতম গড়তে সারা দেশে আবারও তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে বিএনপি।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা করেন।
বিএনপি মুখপাত্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।
জানা গেছে, বড়দিন উপলক্ষে আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপির কর্মসূচিতে বিরতি থাকবে। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।
এর আগে রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একই রকম কর্মসূচির ঘোষণা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
এদিন এক বিবৃতিতে এলডিপি জানায়, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে তারা।