
কুমিল্লা চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃ্ষ্টে হয়ে রেজাউল ইসলাম তপু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তপু উপজেলার পৌর সদরের বৈদ্দরখিল গ্রামের আব্দুস সোবহানার ছেলে।
নিহতের চাচাতো ভাই সাংবাদিক আব্দুর রব লাভলু বিষয়টা নিশ্চিত করে জানান, বুধবার (৮ মে) সকালে বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃ্ষ্ট হয় তপু। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।