
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে আগুনে পুড়ে গেছে ১০ বিঘার পানবরজ।
রোববার বিকালে ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
পানচাষি মনির উদ্দিন জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে গোপালপুর মাঠের পানবরজে হঠাৎ করেই আগুন লাগে। লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন এক পানবরজ থেকে আরেক পানবরজে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টার আগুনে ১০ বিঘা পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রাজশাহীতে টানা দাবদাহ চলছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে দ্রুত আগুনের বিস্তার লাভ করে।
আগুনের সূত্রপাত বিষয়ে শাহিনুল ইসলাম জানান, ধানকাটা শ্রমিকরা মাঠে কাজ করছিলেন। তাদের বিড়ির আগুন থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।