
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি, ৩৬নং গোশাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর ও বেচা শাহ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়নে জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারী পর্যায়ে কাজ করার পাশাপাশি বেসরকারী উদ্যোগে প্রশংনীয়ভাবে বিদ্যুতের চাহিদা পূরণে সক্ষমতার সাক্ষর রেখেছে ইতিমধ্যে সরকার। তিনি বলেন বিদ্যুতের ঘটতি পূরণে সৌর বিদ্যুত প্যানেল স্থাপন করে মসজিদ, মন্দির, মাদ্রাসা আলোকিত করে চলেছেন সরকার। নিঃসন্দেহে এটি একটি
মহৎ উদ্যোগ তিনি এই কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সংসদে ও রাজপথে গঠণমূলক ভূমিকা পালন করছে। যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল ঘটনা। তিনি অন্যান্য দলকে জাতীয় পার্টির কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি আজ ১৫ মার্চ বাদে জুমা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহজাবীন মোরশেদ এস.পি কর্তৃক বেচা শাহ্ জামে মসজিদের বরাদ্দকৃত সোলার প্যানেল বিতরণকালে মুসল্লিদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন, মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জসিম
উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিল মুহাম্মদ দিলুর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, নগর জাপার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নগর শ্রমিক পার্টির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক শান্ত শিকদার, অর্থ সম্পাদক আব্দুল কাদের, সমাজ সেবক দিদারুল আলম, আবু রায়হান, রাব্বি প্রমুখ।