
নিউজ ডেস্ক:
সাম্প্রতিক সময়ে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার অন্যতম আসামি রিফাতের স্ত্রী মিন্নি কে আদালত জামিনে মুক্তি দেয়ার পর “তার বাবার সাথে ঘুরতে বের হলে সবাই ছবি তুলতে ভিড় জমায় এ বিষয়ে মিন্নির বাবা জানান “আগে সব মানুষ আমাদের দিকে, আমার মেয়ে মিন্নির দিকে কেমন কেমন করে করে যেন তাকাতো। আর এখন দেখলে মানুষের উৎফুল্ল হয়। মিন্নির জামিন হওয়ার পর একদম পাল্টে গেছে পরিস্থিতি। কথাগুলো বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডে আলোচিত নাম, রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের। তিনি বলেন
মিন্নিকে নিয়ে গত মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে কেনাকাটা করতে গিয়েছিলাম। মিন্নির বাবা বলেন, মিন্নিকে দেখে মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। পুরো মার্কেটের মানুষ একত্র হয়ে গিয়েছিল। মেয়েকে জামা-কাপড় কিনে দিলাম। দোকানিও খাওয়াতে চেয়েছে। দামে ডিসকাউন্ট দিয়েছে। সব জায়গায় শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষ আর কেউ কেউ ছবি তুলতে চলে আসে কোন দোকান থেকে কেনাকাটা করলে তো ডিসকাউন্ট থাকছে।মিন্নির বাবা আরো বলেন, মানুষ শুধু জড়োই হয় না। ছবি তুলবেই তুলবে। ছবি তোলার জন্য ভিড় সামলানো যায় না।মিন্নিরা যখন
শপিং করছিলেন তখনকার কিছু ছবি করেছে” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে মানুষের উচ্ছ্বাসও স্পষ্ট। মিন্নির বাবা বলেন, এটা মানুষের সম্মান। এই সম্মানের মর্যাদা যেন তারা রাখতে পারেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন মিন্নি ও তার বাবা। ক’দিন আগে মিন্নির আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে হাইকোর্ট ভবনে আসেন তারা। সেখানেও চোখে পড়ার মতো ভিড় ছিল মিন্নিকে দেখে বলতে গেলে মিন্নি এখন সেলিব্রেটি যেখানে যাবে সেলফি অথবা ছবি তুলতে ভিড় জমিয়ে ফেলে মানুষ। এই নিয়ে মিন্নির কোন সমস্যা হয় না বলে জানিয়েছেন তার বাবা।