মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্ত দানের আহবান পটিয়া কেলিশহরে মিনহাজ ব্লাড ফাউন্ডেশনের হেলথ ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ মিনহাজ ব্লাড ফাউন্ডেশনের উদ্দোগে ও রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় চট্টগ্রামের পটিয়ার কেলিশহরে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পেইন এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। হেলথ ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য সেবা পরামর্শ ও থ্যালাসেমিয়া রোগের সচেতনামূলক লিফলেট বিতরন সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মিনহাজ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী উল্লাস, মিনহাজ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মুরাদ ও পরিচালক আবিদুল ইসলাম ফিতা ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। কো-এডমিন শারমিন ইকরার সভাপতিত্বে ও আক্তারুজ্জামান বাবুর স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং কেলিশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা আবদুল ওয়াহেদ মুরাদ, প্রতিষ্ঠাতা ফরহাদ উদ্দিন চৌধুরী উল্লাস, পরিচালক আবিদুল ইসলাম, পুলিশ কর্মকর্তা সোহেল খাঁন ও
সাদ্দাম হোসেন, ইঞ্জিনিয়ার আকতার হোসেন, কো-এডমিন নাঈম উদ্দিন ইমন। উপস্থিত ছিলেন মিনহাজ ব্লাড ফাউন্ডেশনের সদস্য মুসাফির, ফরহাদ, সিফাত, হামিদ, বিজয়, নাজমা, হেলাল, কবিতা, সাহেদ, নেজাম, সোহারাব, ফরহাদ, রাজিব, রিয়াদ, রায়হান ও স্বেচ্ছাসেবক বৃন্দ। অতিথিবৃন্দ বলেন, গরীব, দুঃখী ও অসহায় মানুষকে ভালবাসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়। তাই মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানবকল্যাণে এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি তারা আহবান জানান। কর্মসূচি থেকে রক্ত দিন-জীবন বাঁচান শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্ত দানে এগিয়ে আসার জন্য যুব সমাজের প্রতিও আহবান জানানো হয়।