নিউজ ডেস্ক:
এবার অন্যান্য বারের মত শতভাগ পাস করা স্কুলগুলোতে ৩৪১ টি বিদ্যালয়ের শিক্ষার্থী একজনও পাস করেনি,এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাস স্কুলের সংখ্যা ৬৭ হাজার ৮৯৩টি। অন্যদিকে একজনও পাস করেনি এমন প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৪১টি। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ, ইবতেদায়ী সমাপনীতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ।শতভাগ পাস বিদ্যালয়ের মধ্যে ২৪ হাজার ৮৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২১টি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯৪টি মডেল
সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩টি পরীক্ষণ বিদ্যালয়, ১৯৪টি অস্থায়ী রেজিস্টার্ড বা অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯ হাজার ৪১৭টি কিন্ডারগার্ডেন, এক হাজার ৬৬টি এনজিও স্কুল, ৩৬টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, ২ হাজার ৩৭১টি নন রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এক হাজার ২১৮টি উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, ৫৭৩টি ব্র্যাক স্কুল, ৫৩১টি আনন্দ স্কুল, ১০১টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, ৩৯টি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে।এছাড়া ১৫০০ বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বিদ্যালয় ৮০২টি, নতুন
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় ১৬ হাজার ২৪০ ও অন্যান্য ৬০টি শতভাগ পাস বিদ্যালয় রয়েছে।একজনও পাস করেনি এমন প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৪২টি। এর মধ্যে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি অস্থায়ী রেজিস্টার্ড বা অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২টি কিন্ডারগার্ডেন, ২৮টি এনজিও স্কুল, একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, ১০৭টি নন রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়, ৭০টি আনন্দ স্কুল, একটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য বিদ্যালয় ৪টি, ১৫০০ বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বিদ্যালয় ২টি ও নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় ৩৫টি। ইবতেদায়ীতে শতভাগ পাস ১১৩০৮, শূন্যপাস ৪০
মাদরাসা ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১১ হাজার ৩০৮টি মাদরাসার সবাই পাস করেছে। অন্যদিকে ৪০টি মাদরাসার কেউ পাস করতে পারেনি।শতভাগ পাস মাদরাসার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ৫ হাজার ৩২টি ও উচ্চ মাদরাসা সংযুক্ত মাদরাসা ৬ হাজার ২৭৬টি।শূন্যপাস মাদরাসার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ২৯টি ও উচ্চ মাদরাসা সংযুক্ত মাদরাসা ১১টি।স্কুল গুলোতে যাদের ছেলেমেয়েরা পাশ করেনি তারা হতাশায় ভুগছেন এবং অভিযোগ করছেন স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন হতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।