টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলে বঙ্গবন্ধুর বই উৎসব অনুষ্ঠানে কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন বলেন বছরের প্রথম দিন সারাদেশে বিনামূল্যে বই বিতরণ জননেত্রী শেখ হাসিনার বিশেষ অবদান খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলে অদ্য ০১ জানুয়ারী ২০২০ইং সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক এবং চসিক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর মুজিব বর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ জননেত্রী শেখ হাসিনার বিশেষ অবদান। দেশবাসী মনে রাখবে
চিরদিন। একটি জাতিকে সুশিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিগত বছরের ন্যায় এবারও সারাদেশে প্রতিটি সরকারি-বেসরকারী বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ একটি নজির বিহীন ঘটনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার মো: রফিকুল ইসলাম খোকন, সদস্য এ.জেড. এম মাহমুদুল ইসলাম মানিক, দেলোয়ার হোসেন কিরণ, আব্দুল মান্নান, খুশলী
থানা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন বাবুল, সমাজসেবক আজহার আলী আজাদ, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, সহকারী প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী, মো: সাহাবুদ্দিন, শিক্ষিকা তাহেরা খাতুন, ফরিদা বেগম, মমিনুল হক, সাইফুন নাহার চৌধুরী, জান্নাতুল ফৌরদোস, বাহার উদ্দীন, শ্রাবনী চৌধুরী, সুমন আলী, আব্দুর রহিম, আবদুল কাদির, জয়নাল আবেদীন, মিজানুর হাসান চৌধুরী, মহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ বিনামূল্যে বই বিতরণ করেন।