চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোছলেম উদ্দিনের নৌকা প্রতীকের সমর্থনে বোয়ালখালী বাসী আইনজীবীরা ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগের প্রাক্কালে সকালে জননেতা মোছলেম উদ্দিনের সহিত বোয়ালখালী আইনজীবীদের সমন্বয়ে গঠিত আইন সহায়তা সেলের সহিত এক বৈঠক হয়। উক্ত বৈঠকে জননেতা মোছলেম উদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হলেও বোয়ালখালীতে আওয়ামীলীগের দলীয় কোন এমপি না থাকায় বার বার বোয়ালখালী অবহেলিত হয়। আমাকে
বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশের জনগণ নির্বাচিত করলে এলাকায় ব্যাপক উন্নয়নের মহাপরিকল্পনা রহিয়েছে। বোয়ালখালীর আইনজীবীদেরকে সাধারণ জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। অতপর আইনজীবীদের সমন্বয়ে গঠিত আইন সহায়তা সেল বোয়ালখালী গোমদন্ডী ফুলতলা, বোয়ালখালী সদর, কানুনগো পাড়া, আমুচিয়া ইউনিয়ন, কধুরখীল ইউনিয়ন, চরণদ্বীপ ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, কালাইয়ার হাট, দাসের দীঘির পাড়, বেঙ্গুরা, শাকপুরা এলাকায় আইনজীবীরা ব্যাপক গণসংযোগ করেন। এসময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ, সিনিয়র আইনজীবী এডভোকেট বিধান বিশ্বাস, এডভোকেট
সেলিম আনসার রানা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ল’টেম্পলের সাবেক ভিপি এডভোকেট উজ্জ্বল সরকার, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, এড. দীপক চৌধুরী, এড. কামরুল কায়সার চৌধুরী, এড. ছোটন বোস, এড. সাইফ উদ্দীন টুটু, এড. টিপু শীল জয় দেব, এড. রুবেল কুমার দেব অপু, এড. মোঃ এরশাদ, এড. মোঃ সাইফুল প্রমুখ। পথ সভায় বক্তারা বোয়ালখালী উন্নয়নের স্বার্থে জননেতা মোছলেম উদ্দিন আহমদকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।