বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে গত ৪ জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয়ে পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজীর’র সভাপতিত্বে ও শুভ দাশ’র পরিচালনায় এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাথর ঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক এনাম। এসময় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগ নেতা রুবেল দাশ, জয় দাশ, দিবস, বিকাশ, অপু, শীতল দাশ, শাওন দাশ অর্ণব, প্রবাল দাশ, আপন মোহন, বিশাল, ইসতিয়াক জামি, রিয়াদ চৌধুরী, প্রান্ত দাশ, শিপন প্রমুখ।