পটিয়া উপজেলার করণ খাইন দরবারে তলোয়ার বাংলা শরীফে গাজীয়ে দ্বীনো মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক ইমাম শেরে বাংলা (রহ:) কর্তৃক উপাধী প্রাপ্ত ও সুযোগ্য খলিফা আশেকে রসূল (দ:) অলিয়ে কামেল হযরত শাহ্ সুফী আল্লামা মোছলেহ উদ্দিন তলোয়ার বাংলা (রহ:)’র ২১ তম বার্ষিক ওরশ শরীফ ও সুন্নি কনফারেন্স শাহজাদা মুফতী মুহাম্মদ মঈনুদ্দিন কাদেরী’র সভাপতিত্বে ও মুহাম্মদ আব্দুর রহিম এবং মুহাম্মদ ফখরুদ্দিন’র যৌথ স ালনায় মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা মুফতী কাজী আব্দুল ওয়াজেদ, শায়খুল হাদিস আল্লামা মঈনুদ্দিন
আশরাফী, মাওলানা মোখতার আহমেদ রজভী, মাওলানা মুহাম্মদ ইকরামুল হক, মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শামসুর রহমান, মাওলানা হাফেজ মুহাম্মদ ইউসুফ, মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আল কাদেরী, মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ শানেওয়াজ, হাফেজ মুহাম্মদ শামসুল আলম, হাফেজ মুহাম্মদ কুতুব উদ্দিন, হাফেজ মুহাম্মদ তারেক, হাফেজ মুহাম্মদ শাখাওয়াত হোসেন, হাফেজ মুহাম্মদ রহিমুল্লাহ। বক্তারা বলেন, আল্লামা
তলোয়ার বাংলা (রহ:) সত্যিকারের আশেকে রসূল ও সুন্নিয়তের প্রচার প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। তার বক্তব্যে মানুষ সত্যিকার ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ খুজে পেয়েছেন। তিনি আক্বিদার ক্ষেত্রে নবী বিদ্ধেষী ও অলী বিদ্ধেষীদেরকে কোন সময় ছাড় দেননি। তিনি আজীবন সুন্নিয়তের পক্ষে কথা বলে গেছেন। তাঁর চিন্তাদারা ছিল উদার। প্রকৃত ইসলামী চেতনায় উজ্জ্বিবীত এবং ঐক্যবদ্ধ মুসলিম জাতির স্বপ্নকামী। পরিশেষে সালাতু সালাম ও আখেরী মুনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ ও সুন্নি কনফারেন্স সম্পূর্ণ হয়।