চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন এর প্রায় ৫৫টি মার্কেটের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী একমাত্র প্রতিষ্ঠান। চট্টগ্রাম এর বিভিন্ন মার্কেটে ভ্যাট আদায় করতে গিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন রকমের প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। এমতাবস্থায় ভ্যাট প্রদান সংক্রান্ত বিষয়ে তার পদ্ধতি এবং ব্যবসায়ীদের মধ্যে কাদের ক্ষেত্রে ভ্যাট প্রদান করা বাধ্যতামূলক সে বিষয়ে স্বচ্ছ ধারণার অভাব। উল্লেখিত বিষয়ে চট্টগ্রাম ওয়াল্ড ট্রেড সেন্টার বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অদ্য ৯ জানুয়ারী দুপুর ৩.০০ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এনামুল হক। চিটাগাং মেট্রোপলিটন শপ্্ ওনার্স এসোসিয়েশন’র সভাপতি অহিদ সিরাজ
চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনছুর আলম চৌধুরীর স ালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম। প্রধান অতিথি বক্তব্যে বলেন ৩১ ডিসেম্বর পরিবর্তে ৩১ জানুয়ারী পর্যন্ত ভ্যাট নিবন্ধন করতে পারবেন। ভ্যাট আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে কোন ধরণের হয়রানী করা হবে না। হয়রানী না করার জন্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধির মাধ্যমে ভ্যাট আদায়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরো বলেন প্রয়োজনে আমাদের কর্মকর্তারা প্রতিটি মার্কেট কমিটির সাথে সমন্বয় করে ভ্যাট বিষয়ে আলোচনা করে ভ্যাটের নিবন্ধনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উদ্বোধকের বক্তব্যে মাহবুবুল আলম বলেন ব্যবসায়ীদেরকে কোন ধরনের হয়রানী করা
যাবে না। কোন ব্যবসায়ী যদি ভ্যাট সংক্রান্ত বিষয়ে না বোঝে দি চিটাগাং চেম্বার অব কমার্স অফিসে ভ্যাট কর্মকর্তাসহ ব্যবসায়ীদেরকে ভ্যাট বিষয়ে বুঝিয়ে ভ্যাট নিবন্ধন করা হবে। সভাপতির বক্তব্যে বলেন মতবিনিময় সভায় ভ্যাট সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীগণ বলেন ভ্যাট আমদানি-রপ্তানির শুল্ক ও সব ধরণের ট্যাক্স প্রদান করে একজন নাগরিক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে আসছে। ১৯৯১ ইং সনে ভ্যাট আইন চালু হওয়ার পর বর্তমানে ৫৭% সম্পূরক শুল্ক ভ্যাট ও টার্ন ওভার কর থেকে ব্যবসায়ীগণ উক্ত অর্থ অভ্যন্তরীন রাজস্ব হিসেবে দিয়ে থাকে। ব্যবসায়ীগণ দেশের প্রথম শ্রেণীর নাগরিক, কিন্তু ভ্যাট কর্মকর্তাগণ ভ্যাট আদায়কালে ব্যবসায়ীদের সহিত অশুভ আচরণ করেন বলিয়া অভিযোগ রয়েছে। যাতে
ব্যবসায়ীদের সহিত ভ্যাট কর্মকর্তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, ব্যবসায়ীগণ এই সমস্যা নিরসনে ব্যবসায়ীগণ ভ্যাট কমিশনারকে তাদের বক্তব্যের মাধ্যমে বর্তমান বাস্তবতা তুলে ধরেন। এছাড়া নতুন ভ্যাট আইন অনুযায়ী সর্বনি¤œ কত এস.এফ.টির দোকান ভ্যাটের আওতামুক্ত এ ব্যাপারে স্পষ্ঠভাবে অবহিত হতে চাই। কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে ১৫% মুশকের পাশা-পাশি ৫,৭.৫ ও ১০% মুসক আরোপ করা হয় এই পণ্য গুলো কি ধরণের তাহা জানা আবশ্যক। অবশেষে ব্যবসায়ীগণ ভ্যাট কর্মকর্তা কর্তৃক অভিযানের নামে বিভিন্ন হয়রানীর পরিত্রাণ পাওয়ার লক্ষে ভ্যাট কমিশনারাকে অবগত করেন।
এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আবুল কাসেম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সোলেইমান, দোকান মালিক সমিতির কার্যকরী সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন, টেরীবাজার ব্যবসায়ী সমিতি সভাপতি লায়ন ওসমান গণি চৌধুরী, তামাকুমন্ডী লেইন বণিক সমিতির সভাপতি শামশুল আলম, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, টেন্টাল প্লাজা বণিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, চট্টগ্রাম রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইলিয়াছ ভূঁইয়া, চট্টগ্রাম জুয়েলারী সমিতির সভাপতি প্রণব শাহা, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, চকভিউ মার্কেট
বণিক সমিতির সভাপতি আব্দুল জব্বার, কর্ণফুলী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: জাহেদ, আকতারুজ্জামান বণিক সমিতি, সাধারণ সম্পাদক মো: শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রেসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আল হারুন, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সহ-সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বৃহত্তর বহদ্দার হাট ব্যবসায়ী সমিতির তসকীর আহমেদ, সাজেদুল ইসলাম মিন্টু, রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন, জুবলী রোড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দিদারুল আলম,
মনে রেখ স্বত্বাধিকারী ওসমান গণি, মেগামার্ট আব্দুল হান্নান, বৈঠক বাজার শহিদুল ইসলাম, রাজস্থান আব্দুর রহিম, খাজানা মো: মোস্তফা, পরশমনি মো: ইসমাইল, বধুয়া আব্দুল হক, রাজকুমারী মো: হারুন, সহ-সভাপতি মো: সরওয়ার উদ্দিন চৌধুরী, আলহাজ্ব জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (১), কামাল উদ্দিন (২), ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: মোজাম্মেল হক, তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন লিটন, দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।