মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে নব-নির্বাচিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া গতকাল ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বৌদ্ধ সমিতির সহযোগী সংগঠন ও বিভিন্ন বৌদ্ধ সংগঠন সমূহের উদ্যোগে তাৎক্ষনিক এক সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা কালে ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেন, বৈরীতা নয়, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ভাবাপর্ণ মনোভাব নিয়ে অসম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শতাব্দির প্রাচীনতম চট্টগ্রাম বৌদ্ধ বিহার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মানানীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাসহ বিভিন্ন গুণীজন,
প-িত মনিষাগণ এই বিহার পরিদর্শন করেন। তার একমাত্র কারণ বৌদ্ধ সম্প্রদায়ের কৃষ্টি ও ঐতিহ্যকে সম্মানপ্রদর্শন করা। এই বিহারের উন্নয়নের ব্যাপারে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। আমাকে বৌদ্ধ সমিতি ও বিভিন্ন বৌদ্ধ সংগঠন সমূহের উদ্যোগে সংর্ধিত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে মহামতি গৌতম বুদ্ধের অহিংসা নীতির পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানাই। বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়ার সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সুদীপ বড়–য়া, লায়ন আদর্শ কুমার বড়–য়া, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়–য়া, নৃপতি রঞ্জন বড়–য়া, ডা. প্রভাত চন্দ্র
বড়–য়া, অরুণ বড়–য়া দেবু, সত্যপ্রিয় বড়–য়া, শচীভূষণ বড়–য়া, আশীষ বড়–য়া, দুলাল বড়–য়া, টিংকু বড়–য়া, সাধন কান্তি বড়–য়া, প্রকৌশলী প্রদীপ বড়–য়া, জয়শান্ত বিকাশ বড়–য়া, স্বপন কুমার বড়–য়া, নারী নেত্রী পুরবী বড়–য়া, ববি বড়–য়া, রূপালি বড়–য়া, সুকুমার বড়–য়া, রাখাল চন্দ্র বড়–য়া, সপু বড়–য়া, প্রকৌশলী সীমান্ত বড়–য়া, প্রকৌশলী অসিম বড়–য়া, অশোক বড়–য়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিথুন বড়–য়া, যুবলীগ নেতা সুরঞ্জিত বড়–য়া লাবু, কানন চৌধুরী, স্বরূপ বিকাশ বড়–য়া বিতান, সনত বড়–য়া, কাজল প্রিয় বড়–য়া, পুষ্পেন বড়–য়া কাজল, ড. সুব্রত বরণ বড়–য়া, প্রণব রাজ বড়–য়া, সাবেক ছাত্রনেতা সৌমেন বড়–য়া, রাজেশ বড়–য়া, সুজন বড়–য়া প্রমুখ।