কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই রাইখালীর দেবতাছড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাচিমং মারমা (৩০) নামে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক নিহত হয়েছে বলে জানা যায। বুধবার(৮জানুয়ারী) দুপুর ২:৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।রাইখালীর ইউনিয়নের ভারপ্রাপ্তার চেয়ারম্যান মোঃএনামুল হক ঘটনা নিশ্চিত করে বলেন এলাকায় স্থানীয় কার্বারীকের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে গুলিতে মটর সাইকেল চালকের গায়ে লাগে যায়। সে এলাকায় স্থানীয় ক্যাচিপ্র মারমার ছেলে নিহত যুবক কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না বলে জানা যায়।সে পেশায় শুধু মটর সাইকেল চালকই ছিলেন। স্থানীয় গোপন সুত্রে জানা যায় বুধবার ২:৩০ মিনিটের দিকে( দেবতা ছড়া ও গবছড়া ও নাক্য ছড়া এর মাঝামাঝি) এলাকায় স্থানীয় কার্বারী ক্যসাচিং মারমাকে
হত্যার উদ্দেশে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। কিন্তু আক্রমণের স্বীকার হয়ে যায় মোটর সাইকেল চালক বাচিমং মারমা ঘটনাস্থলে মারা যায় তিনি।শেষ খবর পাওয়া পর্যন্ত সমগ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় জোরদার করা হয়েছে পুলিশের টহল।চন্দ্রঘোনা থানা ওসি( তদন্ত )মোঃ সফিউল আজম ঘটনার সত্যতা নাশ্চিত করে বলেন সন্ধ্যায় ৬টায় মরদেহ উদ্বার করা হয়েছে এঘটনা এখনো কোন মামলা হয়নি। নিহতের পরিবার অভিযোগ করলে তা অবশ্যই মামলা হবে।