খুলশী ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব শামসুল আলমের আর্থিক ব্যবস্থাপনায় খুলশী ক্লাবের সহযোগিতায় জিরি গ্রামের ১৭জন রোগীর চক্ষু অপারেশন গতকাল ৯ জানুয়ারী দিনব্যাপী নগরীর শেভরন হাসপাতালে সম্পন্ন হয়। খুলশী ক্লাবের সাধারণ সম্পাদক ডা: আব্দুল করিম ও ডা: তাসমিয়া তাহমিনা এফসিএ এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা কৃষক লীগ নেতা আসিফ ইকবাল, মো: ইয়াকুব, আব্দুল কাদের প্রমুখ।
উল্লেখ্য বিগত ১০ বছর যাবত শামসুল আলম ব্যক্তিগত অর্থায়নে পটিয়া তথা জিরি ইউনিয়নের দুঃস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন সহায়তা দিয়ে আসছে। এসময় তিনি বলেন সমাজের প্রত্যেক সামর্থবান ব্যক্তিকে সমাজের অসহায়, আর্থিক অসচ্ছল ও দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি এ চিকিৎসা সেবা কার্যক্রমকে প্রতি বছর চলমান রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।