
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ‘জনাব মোছলেম উদ্দিন আহমেদ” জাসদ নেতা মঈনউদ্দিন খাঁন বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অনেকটা নিরুত্তাপভাবেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে ৬৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জনাব মোছলেম উদ্দিন আহমেদ। নৌকা প্রতীক নিয়ে মোছলেম উদ্দিন আহমেদ ভোট পেয়েছেন ৮৭ হাজার ২৪৬।আর বিএনপির সমর্থিত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান” ধানের শীষ নিয়ে,১৭ হাজার ৯৩৫ ভোটে পরাজয় হয়েছেন।
আজ ১৩ জানুয়ারি সোমবার নির্বাচনে অধিকাংশ এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর অনুসারীদের সরব উপস্থিতি থাকলেও মাঠে দাঁড়াতেই পারেননি বিএনপির প্রার্থীর অনুসারীরা। উপনির্বাচনে ১৭০টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ১৯৮ জন। মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৮৭ জন। ৫৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হলেও এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ছিল ১৮টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৯ জন ও সাধারণ কেন্দ্রে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।
এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার সদস্যের সমন্বয়ে ১৪টি মোবাইল ফোর্স, ছয়টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ছয়টি টহল দল এবং পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল নির্বাচনে। এর বাইরেও ১৬ জন ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের মাঠে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান। চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং সুষ্ঠু ভোট হয়েছে বলে মন্তব্য করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।