চন্দনাইশ বৈলতলী সামাজিক ও ধর্মীয় সংগঠন পাক পাঞ্জাতন এর উদ্যোগে সম্প্রতি বৈলতলী কমিউনিটি সেন্টারে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি ডাঃ মুহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন চৌধুরী রিপন এর স লনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী ললীগের সভাপতি আলহাজ্ব কবির আহমদ সওদাগর, আওয়ামী লীগ নেতা এস এম সায়েম, ইউনিয়ন গাউছিয়া কমিটির বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবুল কাশেম আদ দায়েমী, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, পাক পাঞ্জাতন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আলী কোং, নূর উল্লাহ, দাতা সদস্য মুহাম্মদ আমিন, সহ-সভাপতি আব্দুল শুক্কুর, প্রচার সম্পাদক মিজানুর রহমান ও অর্থ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন বিজয়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, নাইম ভূইয়া, আব্দুস শাকুর, মুহাম্মদ ফোরকান,
নাসির, রহিম প্রমুখ। বক্তারা বলেন ধর্ম কখনো মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পাক পাঞ্জাতনের ধারাবাহিক সামাজিক আন্দোলন সত্যি প্রসংসার দাবিদার। এসব নিন্দনীয় কাজ থেকে যুব সমাজকে সতর্ক থাকার আহবান জানান বক্তরা। প্রায় তিন শতাধিক গরীব অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।