বলুয়ারদীঘি খানকাহ্ শরীফে সংবর্ধনায় অনজুমান ট্রাস্ট’র এসভিপি আলহাজ্ব মুহাম্মদ মহসিন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী শেরে মিল্লাত নঈমীর নেতৃত্বে আহ্লে সুন্নাতের নবজাগরণ সৃষ্টি হবে রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, মুর্শেদে বরহক, মুজাদ্দিদে মিল্লাত, আউলাদে রাসুল, গাউসে জামান,হযরতুল আল্লামা হাফেজকারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)’র একান্ত সহচর, সিলসিলায়ে আলীয়া কাদেরিয়ার মুখপাত্র, এশিয়াখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শায়খুল হাদিস, শেরেমিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমীকে বাংলার সুন্নি মুসলমানদের শীর্ষসংগঠন আহ্লে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ’র কেন্দ্রিয় চেয়ারম্যান নির্বাচিত করায় গতকাল বলুয়ারদীঘি পাড়স্থ খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া ও আলহাজ্ব নূর মুহাম্মদ আল-কাদেরী (রহ.) স্মৃতি সংসদ’র ব্যবস্থাপনায় এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে প্রধান অতিথির ভাষণে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সি: ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব
মুহাম্মদ মহসিন শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমীকে সুন্নিয়তের খেদমতে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব উল্লেখ করে বলেন, দ্বীন-মাজহাব মিল্লাত তথা প্রিয়নবী (দ.) ও আউলিয়ায়ে কেরামের শানে যখনই আঘাত এসেছে তিনি বীরদর্পে প্রতিবাদী হয়েছেন। জীবনবাজি রেখে চেষ্টা চালিয়েছেন বাতিল অপশক্তির মূল্যোপাটনে সুন্নিয়তের আদর্শকে সমুন্নত রেখে মানুষের মাঝে সত্য-সাম্য আর হক্কানীয়তের শিক্ষা ও আদর্শ অটুট রাখার। তিনি শেরে মিল্লাত ওবাইদুল হক নঈমীকে সুন্নিয়তের ওয়াফাদার-অতন্দ্র প্রহরী উল্লেখ করে তাঁর নেতৃত্বে এদেশে সুন্নিয়তের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার পূর্বক আহলে সুন্নাত ওয়াল জামাত নব জাগরণ সৃষ্টি হবে মর্মে মত প্রকাশ করেন। তিনি আহলে সুন্নাতের নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে আল্লামা নঈমীর নেতৃত্বে
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার আহ্বানও জানান। সংবর্ধনার জবাবে শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী সিলসিলায়ে আলীয়া কাদেরিয়ার মাশায়েখ হযরাতে কেরামের শোকরিয়া আদায় করে বাংলাদেশের প্রত্যন্ত অ লে সুন্নিয়তের পয়গাম পৌঁছাতে আনজুমান ও গাউসিয়া কমিটিসহ সর্বস্তরের মুসলমানদের সহযোগিতা কামনা করেন। গতকাল নগরীর বলুয়ার দীঘি পাড়স্থ খান্কা শরীফে আলহাজ্ব নূর মুহাম্মদ আল কাদেরী স্মৃতি সংসদ’র সি: সহ-সভাপতি আলহাজ্ব শাহজাদ ইবনে দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবীর স ালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের নবনির্বাচিত কো-চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ
মুহাম্মদ অসিয়র রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য আল্লামা এম.এ. মান্নান, মুখপাত্র এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রকাশনা সম্পাদক অধ্যাপক আবু তালেব বেলাল, নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাবিব মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, কালুরঘাটস্থ মাদ্রাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্স’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দীন, জামেয়ার
শিক্ষক মাওলানা মুহাম্মদ নঈমুল হক নঈমী, মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন, মহানগর গাউসিয়া কমিটির সাবেক সদস্য মুহাম্মদ জানে আলম প্রমুখ। সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট ও পুষ্পার্ঘ অর্পন করেন আলহাজ্ব নেওয়াজ আহমদ দুলাল, আলহাজ্ব সাব্বির আহমদ, আলহাজ্ব নুর আহমদ পিন্টু, আলহাজ্ব কাজী মঈনুদ্দীন ফারুক, হাফেজ মাওলানা আবুল হোসাইন, আলহাজ্ব মুহাম্মদ তারেক জাহাঙ্গীর, এনামুল হক সাকিব, মোঃ গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ। সংবর্ধনায় বক্তারা আরও বলেন, আল্লামা নঈমী পীর নন অথচ এদেশের সকল পীরানে তরিকত তাঁকে শ্রদ্ধা করেন,
ভালোবাসেন। কেননা তিনি সুন্নাতে নববীর পরিপূর্ণ অনুসরণে নিবেদিতপ্রাণ আপষহীন ব্যক্তিত্ব। সুতরাং তার নেতৃত্ব এদেশের জন্য এক মহানিয়ামত। গত ৮ ডিসেম্বর জামেয়ার সালানা জলসায় বর্তমান হুজুর কিবলা তাহের শাহ্ (মু.জি.আ)’র উপস্থিত নির্দেশে সাহেবজাদা হামেদ শাহ্ (মু:জি:আ) মারফত পাগড়ি পরিয়ে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে গাউসে জামান তৈয়্যব শাহ্ (রহ:) মাসিক ফাতেহা শরীফ আদা করা হয়। পরিশেষে মিলাদ-কেয়াম, মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের