
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চার দশক পূর্তি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে ২১ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১ টায় হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে বিশাল ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি সফল করার লক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার মতবিনিময় সভা ১৫ জানুয়ারি বিকেলে উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুফিজুর রহমানের সভাপতিত্বে মুরাদপুরস্থ এস.এম টাওয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আজাদ রানার সঞালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ছাত্র রাজনীতি আজ লক্ষ্যভ্রষ্ট। ছাত্র সংগঠনগুলো ছাত্র সমাজের স্বার্থে বড় ধরণের কোনো ভূমিকা রাখছেনা। ছাত্রদের সমস্যা নিয়ে ছাত্র সংগঠনগুলোকেই ইতিবাচক ছাত্র রাজনীতি করতে হবে। এ ক্ষেত্রে চলমান ছাত্র রাজনীতির বিপরীতে আদর্শিক ও শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। অবক্ষয় পুষ্ট লক্ষ্যহারা ছাত্র রাজনীতির ক্ষেত্রে গুণগত ও নীতিগত পরিবর্তন আনতে সচেষ্ট ও নিবেদিত এ জাতীয় ছাত্র সংগঠন। ছাত্র সমাজকে ছাত্রসেনার সুন্নিয়তমুখী ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হবার আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুবসেনার নেতা মুহাম্মদ শহীদুল আলম, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ এমরনুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি হোসাইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, ছাত্রসেনা নেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদ ও মুহাম্মদ সাজ্জাদ সাকিব পমুখ। বক্তারা সমাবেশ ও র্যালীতে উত্তর চট্টগ্রামের সর্বস্তরের যুব-ছাত্র জনতার উপস্থিতি কামনা করেন।