চট্টগ্রাম মহানগরের কদমতলী এলাকায় সদরঘাট থানা আওয়ামীলী সদস্য, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস মোঃ সাজ্জাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী(সিএনসি স্পেশাল)। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, ২৯ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক গোলাম মুস্তফা মোস্তাক, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ আবছার উদ্দিন, ২৯ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম সম্পাদক সোহেল রানা, মহানগর ছাত্রলীগের গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক
শাহরিয়ার হাসান, মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, মহানগর ছাত্রলীগ সদস্য ফয়সাল অভি, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সদরঘাট থানা সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ রাসেল, ২৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা ও সংগঠক ওমর ফারুক ফয়সাল প্রমুখ।উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজক মোঃ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, রাজনীতিতে যতদিন ছিলাম ততোদিন গরীব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে ছিলাম, আছি থাকব। মুজিববর্ষ উপলক্ষে গরীবদের পাশে থেকে কিছুটা হলেও তাদের দুঃখ লাঘব করার চেষ্টায় ব্রত আছেন এবং ভবিষ্যতেও সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরে সুশৃঙ্খলভাবে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।