আই ব্লক সমাজ কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে কাউন্সিলর মো: জহুরুল আলম জসিম সামাজিক অপরাধীদের নির্মূল করতে সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সৎ সাহস নিয়ে এগিয়ে আসতে হবে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহুরুল আলম জসিম বলেন, সামাজিক অপরাধীদের নির্মূল করতে সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সৎ সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। গুটি কয়েক মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের কাছে পুরো সমাজ জিম্মি হয়ে থাকতে পারে না।
অচিরেই ব্লক বাসীদের সহযোগিতা নিয়ে প্রতিটি আবাসিক এলাকায় সিটি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সমাজ সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। পাহাড়তলী ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা পেয়েছি বলেই বর্তমান মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের আন্তরিকতায় এ ওয়ার্ডে প্রায় ২০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী অর্থ বছরে আরো প্রায় ৫০ কোটি টাকার কাজ অনুমোদিত হয়ে অপেক্ষমান রয়েছে। এই উন্নয়নধারা অব্যাহত রাখতে ওয়ার্ড বাসির সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, সমাজ হতে সকল অপরাজনীতি মুক্ত সমাজ গড়তে নেতৃবৃন্দকে সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মকান্ডের মাধ্যমে আই ব্লক সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে দায়িত্ব পালন করতে হবে।
আই ব্লক সমাজ কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি আকবর শাহ্ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাতের বেলায় যে এলাকায় বখাটে ছেলেদের পাওয়া যাবে তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আকবরশাহ থানা পুলিশ সর্বদা তৎপর। থানা পুলিশের সহযোগিতা না ফেলে সাথে সাথে ৯৯৯ ফোন করে যে কোন সহযোগিতা গ্রহণ করার জন্য নগরবাসীর তথা দেশবাসীর কাছে আহ্বান জানান। সংগঠনের সভাপতি মো: মফিজ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সভা পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ শামীম আলম সিদ্দিকী।
এসময় আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মো: বেলাল উদ্দিন জুয়েল, কামাল উদ্দিন পারভেজ, মো: আব্দুল মান্নান, মো: সারোয়ার জাহান রাসেল, সুপর্ণা তালুকদার, মালেকা আনোয়ার, রনঞ্জিত সেন, এ.কে.এম আরিফুল ইসলাম প্রমুখ। সংগঠনের সদস্যদের মধ্যে সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো: শফিকুল মাওলা, অর্থ সম্পাদক ছালে আহম্মদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো: আকতার হোসেন মামুন, সদস্য যথাক্রমে ডা: সৈয়দ আহমদ পাটওয়ারী, আইয়ুব আলী হাওলাদার, মো: রফিকুল ইসলাম, মো: নাছির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর মো: জহুরুল আলম জসিম।