
প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে থাইল্যান্ডের ওয়াট কান্তামারারাম বৌদ্ধ বিহার থেকে আনিত বুদ্ধ প্রতিবিম্ব দান অনুষ্ঠান, অসহায় হত দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার মানসে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও রাঙ্গামাটি রাজবন বিহারের পরম পূজ্য শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র প্রাণপ্রিয় শিষ্য ভদন্ত মেত্তাবংশ স্থবিরের একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি, চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু অডিটরিয়াম হল প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আকাশ বড়–য়া বাবুনের সভাপতিত্বে ও কেতন মুৎসুদ্দী ও সেজুতি বড়–য়ার স ালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষু সংঘের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল হোমিও’র ম্যানেজিং ডিরেক্টর লায়ন ডাঃ মৃদুল বড়–য়া চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার বড়–য়া, মহানগর গোয়েন্দা বিভাগ পশ্চিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ উৎপল বড়–য়াকে সম্মাননা প্রদান করে সংবর্ধিত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়–য়া, জামাল খাঁন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রচেষ্টার উপদেষ্টা কানন চৌধুরী, পুলক বড়–য়া, রোমেন বড়–য়া, সুমিত বড়–য়া, সজীব বড়–য়া বাপ্পী, সৌরভ বড়–য়া, টুমেন বড়–য়া, জনি বড়–য়া, হৃদয় বড়–য়া, প্রান্ত বড়–য়া, পাপ্পু মুৎসদ্দী, প্রগতি বড়–য়া, অর্পা বড়–য়া, প্রিয়া বড়–য়া প্রীতি, শুভাশিস বড়–য়া, সিদ্ধার্থ বড়–য়া, লিপটন বড়–য়া, হৃদয় বড়–য়া, রনি বড়–য়া, লাভলু বড়–য়া, ক্রিন্টন বড়–য়া, স্বদেশ বড়–য়া প্রমুখ।