৩১ জানুয়ারি, শুক্রবার নগরীর পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষামূলক সংগঠন বৈশাখী খেলাঘর আসরের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।বৈশাখী খেলাঘর আসর’র সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী(সিএনসি স্পেশাল)।বৈশাখী খেলাঘর আসর’র সভাপতি ইকবাল হোসেন’র সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডাঃ গাজী সালেহ উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত ওয়ার্ড ২২, ৩০ ও ৩১ এর কাউন্সিলর নীলু নাগ, কবি ও সাংবাদিক শুকলাল দাশ, মাঝিরঘাট সমাজ উন্নয়নের সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রোজী সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এ.এস.এম জাহিদ হোসেন প্রমুখ।সম্মেলনটি দু’ধাপে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রথম অধিবেশনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১১টায় সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টায় বর্ণাঢ্য র্যালী ও বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা খেলাঘরের অতীত কার্যক্রম এবং বর্তমান সমাজসেবামূলক ও শিক্ষামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, খেলাঘর বর্তমান সময়ে নিঃসন্দেহে একটি ভালো সংগঠন। তাদের কার্যক্রম দ্বারা সমাজ থেকে মাদকদ্রব্যের ছোঁয়া বিলুপ্ত হচ্ছে। খেলাঘরের মাধ্যমে মানুষ বই পড়া ও শিক্ষার্জনে এগিয়ে আসছে এবং তার জন্য খেলাঘর অগ্রণী ভূমিকা পালন করছে। বক্তারা বৈশাখী খেলাঘরের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করেন।পরে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এবং খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখা কমিটির বিলুপ্ত ঘটিয়ে নতুন কমিটির নাম ঘোষণা করেন।পরিশেষে, নতুন কমিটিতে স্থান পাওয়া সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।