মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির আসন অলংকৃত করেন গভর্ণিং বডির সভাপতি প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা বান্ধব শিক্ষার্থীদের তার সামাজিক অবস্থান সুনিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকা-ে পারদর্শিতা অর্জন করতে হবে। প্রতিযোগিতা পরিচাল করেন ক্রীড়া শিক্ষিকা স্বপ্না চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, শিক্ষিকা সুনীতি প্রভা বড়–য়া, মুজিবুর রহমান, সুব্রতা সেনগুপ্তা, কলেজ প্রভাষক নাজমা চৌধুরী ও শেখ নুর নাহার প্রমুখ।