ডাকসু ভিপি নুরুল হক নুরু রবিবার গভীর রাতে অল্পের জন্য বেঁচে গেলেন মোটরসাইকেল দুর্ঘটনা থেকে। গভীর রাতে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া এগারটায় ঘটনাটির কথা তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন।পাঠকদের জন্যে নুরুল হক নূরুর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।
নূর লিখেছেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই। খুব বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারতো।
নুরুল হক নূর, আরো লিখেছেন, পিছনের বাইক আমাদেরকে ওভারটেকিং করতেছিল এমন সময় অন্যদিক থেকে ট্রাক আসতেছিল। দুটি বাইক ছেঁচড়ে পড়ে যায়। পিছনের বাইকে চালকের পিছনে আমি ছিলাম। হাত, পা, শরীরে ব্যথা পেয়েছি, কয়েকজায়গায় একটু ছিলে গেছে।
কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার উপর যিনি বিপদ থেকে হেফাজত করেছেন। সকলে দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই। তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাসায় আসছে বলেও জানা গেছে।