চট্টগ্রাম সিটি নির্বাচনে চমক দেখাতে যাচ্ছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি সাবেক, চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে আসতে পারেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নওফেলের কাছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছেন যে, তিনি মেয়র প্রার্থী হতে আগ্রহী কিনা। এর উত্তরে নওফেল বলেছেন, ‘আপনি আমার অভিভাবক। আমার ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত’। আজকালের মধ্যে নওফেলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ সূত্র নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য যে, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ও সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। চট্টগ্রামের ৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হন তিনি। বর্তমানে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছিরউদ্দিন। ঢাকা, রাজশাহী ও খুলনার মেয়রররা মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদা পেলেও চট্টগ্রামের মেয়রকে এ ধরনের কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। এ থেকে বোঝা যায় যে, মেয়র হওয়ার পরে আ জ ম নাছির উদ্দিনের আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের সম্পর্কটা আর আগের মতো নেই। তার বিরুদ্ধে অনেক অভিযোগের প্রেক্ষিতে বিকল্প হিসেবে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম রয়েছে। ঢাকা দক্ষিণে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসের চমকের পর এখন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ভাবছে আওয়ামী লীগ। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।