নিউজ ডেস্ক:
রাজধানীতে বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে, চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঐ ভবনে আগুনের সূত্রপাত ঘটে।
জানা গেছে, রাজধানীর এলিফ্যান্ট রোডের ১০০/১৭ নম্বর ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে শুনে প্রথমে দুটি ও পরে আরেকটি ইউনিট পাঠানো হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।
এদিকে, এর আগে, চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরীর মোগলটুলী এলাকায় একটি ওয়াকর্শপে লাগা ঘরে রান্না করার সময় এ বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটে। এ সময় তিন জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।