রিপন মারমা কাপ্তাই।
স্কুলে শিক্ষার্থীদের দেশাত্ববোধক চেতনায় জাগ্রত করা এবং শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনার লক্ষ্যে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশ ক্রমে ১০ ফেব্রুয়ারী সোমবার, সকাল কাপ্তাই উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা এবং ইউনিয়ন পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান কে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল’র সভাপতিত্বে,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা নিরালা চাকমা,একাডেমি সুপার ভাইজার সোসেল চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই শিল্প কলা একাডেমি সম্পাদক ফনিদ্র লাল ত্রিপুরা,কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী মোশারফ হোসেন, বর্তমান প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ঝুলন দক্ত সহ প্রমুখ।