
মাহমুদুল হাসান:ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। আজ দুপুর ২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডে এলাকায় গফুর মিয়ার চায়ের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। আধ ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দোকানি গফুর সহ মো: রুবেল, শুক্কুর মিয়া, সমুন চন্দ্র দাস আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।আহদের অবস্থার অবনতি দেখে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার মো. একাব্বর আলী জানান, একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় চারজন আহত হয়েছে।