চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন বাঘা বাঘা নেতা তার মধ্যে একজন হচ্ছে মহানগর আওয়ামীলীগের। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী,অন্য একজন মহানগর বিএনপির সভাপতি, ডা.শাহাদাত হোসেন অন্য দিকে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর এর সভাপতি, সোলায়মান আলম শেঠ।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের লাভলেইনের ইসি অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা।
এদিন মনোনয়নপত্র সংগ্রহ করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও নগর জাতীয় পার্টির সভাপতি মো. সোলায়মান আলম শেঠ। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৭৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।