মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃ
কুমিল্লার নাঙ্গলকোটে ১ম শ্রেণিতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নেছার উদ্দিন নামের ৩ সন্তানের জনককে আটক করেছে পুলিশ।শুক্রবার(২১ফেব্রুয়ারি)উপজেলার কৈরাশ গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনাঘটে, রোববার(২৩ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়, আটক ধর্ষক নেছার উদ্দিন বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃতজালাল উদ্দিনের ছেলে।জানা যায়, শুক্রবার বিকেলে ওই গ্রামে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি যাওয়ার পথে শিশুটিকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন, পরে শিশুটির হাতে ১৪ টাকা ধরিয়ে দেয়।
ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি-ধামকি ও দেয়, রাতে শিশুটির প্রস্রাব বন্ধ হয়ে গেলে চিৎকার দিলে পরিবার জিজ্ঞেস করলেও ভয়ে ঘটনার কোনও কিছুই পরিবারকে বলনি।পরদিন শনিবার সকালে শিশুটি স্কুলে যাওয়ার পথে ধর্ষক ওই পরিত্যক্ত বাড়ির সামনে শিশুটি ডাক দিলে সে দৌঁড়ে বাড়িতে পালিয়ে যায় এবং পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে।শিশুর পরিবার ঘটনাটি সমাজপতিদের জানালে তারা ধর্ষণের মেডিকেল রিপোর্ট আনতে বলে। শিশুর দরিদ্র বাবা-মা শিশুকে সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে নাঙ্গলকোট থানায় শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।নাঙ্গলকোট থানার এসআই শেখ ফরিদ রাতেই অভিযান চালিয়ে আসামিকে আটক করে, পুলিশেরপ্রাথমিক জিজ্ঞেসাবাদে ধর্ষক ঘটনার সত্যতা স্বীকার করে।নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক আসামিকে আটক করি।আসামিকে ১৬৪ ধারা জবান বন্দি নেওয়র জন্য রোববার আদালতে প্রেরণ করা হয়।ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।