আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের একক প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনকে পুলিশি পাহারায় হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে গণসংবর্ধনা দিয়েছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল , মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি ও চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের, সভাপতিত্বে, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হাশেম বক্করের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শাহাদাত হোসেন বলেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তাকে গণসংবর্ধনার অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন নৌকা মানে বিজয় নৌকা মানে বিজয়ের টিকেট এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আগামী ২৯ শে মার্চ ভোটের দিন সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনস্থ মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রেল স্টেশনে অবতরণ করার পর হযরত আমানত খান শাহ্ মাজার জিয়ারত করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এনামুল হক এনাম, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ অসংখ্য নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।