আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ নাম্বার পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সকলের অনুরোধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সাথে নিয়ে এলাকার সর্বস্তরের জনগনের দীর্ঘদিনের আশা পূরণের জন্যে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন যাবত আমি এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি এসময় আরো বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে যেহেতু সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই, তাই দলমত নির্বিশেষে সকল ভোটার আমার পক্ষে এবং বর্তমান সরকারের উন্নয়নের পক্ষে সমর্থন প্রদান করবেন।
উল্লেখ্য যে, সাজ্জাদ হোসেন ১৯৯৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের জিএস, পরবর্তীতে ১৯৯৮ সালে উক্ত সংসদের ভিপি নির্বাচিত হয়েছিল। পরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করা সাজ্জাদ হোসেন কাউন্সিলর হিসাবে নির্বাচিত হতে পারলে একটি নান্দনিক পশ্চিম মাদারবাড়ী গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়াও তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলেন বলে দাবি করেন তিনি, কোন মানুষের বিপদ দেখলে নিজে সশরীরে উপস্থিত থেকে তার সমাধান করার চেষ্টা করেন এই নেতা।