রোজ রবিবার (০১-০৩-২০) ইং নতুন কমিটির ঘোষনা দেন কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি আদনান আবির ফাহাদ ও সাধারণ সম্পাদক বাসির উদ্দিন ভূঁইয়া। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এ.এম অন্তর, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আহাদুল ইসলাম রাব্বি।
২১ সদস্যের কমিটিতে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি -উজ্জল মাহমুদ, পাবেল আল হাসান, রোকনুজ্জামান, মোশারফ হোসেন তানজিত, যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ নয়ন মাহমুদ, রানা, শাওন মাহমুদ, মারুফ হাসান, সাগর। সাংগঠনিক সম্পাদক- শাহিন খান, আশিকুর রহমান আশিক, আতিক হাসান রাব্বি, ইসরাফিল হোসেন জসিম, মিল্টন মিয়া।
দপ্তর সম্পাদক- রোমান হাসান
উপ-দপ্তর -লুৎফর ইসলাম, প্রচার সম্পাদক- রাশেদ মোশারফ উপ-প্রচার সম্পাদক- মোঃ- সাকিব
সদস্য – সুমন মিয়া,তামিম রহমান,মিজান।