মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মোহাম্মদপুর এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল কর্তৃক রোজ শনিবার ২০২০ সকাল ১০.৩০ ঘটিকায় ঐতিহাসিক ৭মার্চ ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
উক্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জনি ও সকল সহকারী শিক্ষক/শিক্ষিকা, উপস্থিত শিক্ষার্থীগণ, পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা বীথি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি জসীম উদ্দিন বক্তব্যে বলেন যে ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (সৌহরাওয়ার্দী উদ্যান) মুখনিশ্রিত ঐতিহাসিক ভাষণে বলেছিলেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার মুক্তির সংগ্রাম” এখন ইউনিস্কো কর্তৃক “বিশ্ব প্রামান্য ঐতিহ্য”। বজ্র কণ্ঠে উচ্চারিত কালোত্তীর্ণ ১৯ মিনিটের ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তিনি আরো বলেন বর্তমান সরকার ১লা জানুয়ারি তোমাদের বিনামূল্যে বই দিচ্ছে,উপবৃত্তি প্রদান করছে, বিভিন্ন উন্নয়নে গৃহিত পদক্ষেপের কথা তুলে ধরেন। তেমনি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যে এ উক্ত দিবসকে বাঙালী জাতির স্মৃতিপটে চির অম্লান করে রাখার লক্ষ্যে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবক এবং নতুন প্রজন্মের নিকট আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার তথ্য নির্ভরযোগ্য সঠিক ইতিহাস তুলে ধরতে বিদ্যালয়ের ক্ষুদ্র এই প্রয়াসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক/শিক্ষিকাকে অসংখ্যা ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাব সভাপতি দীপক সেন বক্তব্যে বলেন এই বিদ্যালয়টি ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও মহালছড়ি উপজেলায় শিক্ষার গুণগত মান অক্ষুন্ন রেখে বিভিন্ন দিবসের প্রতিযোগীতায় কৃতি শিক্ষার্থীগণের সাফল্য বজায় ও উপস্থিত কার্যক্রমে অগ্রনী অতুলনীয় রেখে চলেছে।
উক্ত আলোচনা সভার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জনি সমাপনীর বক্তব্যে বলেন বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী তথা তরুণ প্রজন্মের মাঝে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ও তথ্যনির্ভর ইতিহাস এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবিস্মরনীয় অবদানের গুরুত্ব তুলে ধরতে বিদ্যালয় কর্তৃপক্ষের আজকের ৭মার্চের ঐতিহাসিক দিবস উপলক্ষ্যে আজকের দিবসের ক্ষুদ্র প্রয়াস।