![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
সাম্প্রতিক সময়ে ভয়াবহ এক আতঙ্কের নাম করোনাভাইরাস ভাইরাসটি প্রথমে চীনের একটি প্রদেশ থেকে সনাক্ত করা হয়। পরবর্তীতে সে ভাইরাসটি পুরো চীন দেশে ছড়িয়ে পড়ে, বর্তমানে বিশ্বের ২১৫ টি দেশে ভাইরাসটি ছড়িয়ে গেছে। ভাইরাস টিতে চীনসহ সারাবিশ্বে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশেও তিনজন রোগীকে শনাক্ত করা হয়। করোনাভাইরাসটি বাংলাদেশে মহামারি আকার ধারণ করার আগে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।
সব সময় মাক্স ব্যবহার করতে হবে ২ ঘন্টা পর পর হাত ধুতে হবে হাত অপরিষ্কার অবস্থায় নাকে অথবা মুখে চোখে লাগানো যাবেনা। এবং মাছ মাংস খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আধা সিদ্ধ কোন কিছু খাওয়া যাবে না। বেশি বেশি করে লেবুর শরবত খেতে হবে পানি বেশি বেশি খেতে হবে এ ধরনের পরামর্শ দিয়েছেন তারা। এদিকে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের সকল মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়, করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য।