
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বর্ষ উপলক্ষে বিনামূল্যে থ্যালাসেমিয়া চিকিৎসা ক্যাম্প চট্টগ্রাম দিদার মার্কেটস্থ থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে আজীবন সদস্য ও রোগীর অভিভাবক ইয়াছিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সেবা কেন্দ্রের সাধারণ সম্পাদক বাবু আশীষ ধর, রোগীর অভিভাবক মৌলানা মো: নুরুল হোসেন,
অধ্যাপক সুমন কান্তি মল্লিক, মো: আনোয়ার হোসেন, মো: খাদেমুল করিম, মো: সবুজ, মাসুদ করিম বাবুল, বাবু কার্ত্তিক দাশগুপ্ত, মো: আহমুদুর রহমান, মো: মাহবুব আলম, মো: আব্দুল মান্নান, সুরাইয়া খানম, রেক্সেনা আক্তার হেনা, খাদিজা আক্তার, তাহমিনা বানু রেশমী প্রমুখ। শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র’র সহ-সভাপতি ও প্রধান ফিজিশিয়ান প্রফেসর ডা: মাহমুদ এ চৌধুরী আরজু।