
মোঃ বাকি বিল্লাহ চৌধুরী ::::::: অজানা বাংলাদেশ
মানবাধিকার সংগঠন ভিত্তিক বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের চেয়ারম্যান এডভোকেট রবীন্দ্র ঘোষ বেশ কয়েকটি মামলার তদন্তে চট্টগ্রামের পটিয়া থানা পরিদর্শন করেন সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জেলার সিনিয়র সদস্য ও এবি টিভির সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন
পরিদর্শনকালে এবি টিভি কে বলেন
মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি আরো বলেন পটিয়া তথা চট্টগ্রামের যে কোন গরীব এতিম অসহায় অধিকার বঞ্চিত মানুষ আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল দের সাথে যোগাযোগ করলে যতটুক সম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব।