খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাসহ দেশের ১০০টি উপজেলা শহর সহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ৭ মার্চের ১৯ মিনিটের মুখনিশ্রিত ভাষণে এবারের সংগ্রাম আমাদের দেশকে ময়লা মুক্ত করার সংগ্রাম, এবারের সংগ্রাম পরিচ্ছন্ন বাংলাদেশ করার সংগ্রাম।
তেমনি ২০২০ সালের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে। তাই তরণদের দৃপ্ত শপথ বুকে নিয়ে আমার দেশ পরিষ্কার রাখার দ্বায়িত্ব আমার ও আপনার, সকলের। এই মহান ব্রত নিয়ে মুজিববর্ষের প্রথম দিনে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন(BD clean) বাংলাদেশ দেশের বিভিন্ন অঞ্চলে ১০০ স্থান পরিষ্কার করলো। তরুনরাই শক্তি, তরুনরাই দেশের চাবিকাটি। এই তরুনদের দ্বারাই হবে দেশের পরিবর্তন। তারুণ্যে উজ্জীবিত হয়ে, দেশের প্রতি ভালবাসা ও দায়বদ্ধতার জায়গা থেকে এই মহতী উদ্যেগে অংশগ্রহণ করেছেন তরুন সমাজ। ১৭ মার্চ রোজ মঙ্গলবার চট্টগ্রাম বাস টার্মিনাল পরিচ্ছন্ন করেন বিডি ক্লিন মহালছড়ি টিম।
বর্তমান এ সময়ে পুরো পৃথিবী যখন করোনার প্রভাবে থমথমে অবস্থা। অনেকেই যখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। বিশ্ব এখন বিশ্রাম নিচ্ছে, বিভিন্ন দেশের বিমান চলাচল, স্থলবন্দর সীমানার চলাচল বন্ধ। বাংলাদেশেও স্থগিত করা হয়েছে মুজিব বর্ষের বিভিন্ন অনুষ্ঠান। ঠিক এই পরিস্থিতিতে দেশের তরুন সমাজ দেশকে ২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ করার লক্ষ্য এই মহান কাজ সম্পন্ন করেছেন।
বিডি ক্লিন(BD clean) মহালছড়ি এর সহ-সমন্বয়ক কাকন কর্মকার বলেন, আমরা বিডি ক্লিন বাংলাদেশের সকল সদস্যরা সাহসী এবং নির্ভীক। দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখি সেজন্যই এই আতঙ্কের মধ্যেই মুজিববর্ষে আমাদের এ পরিচ্ছন্ন অভিযান। এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান টি জাতির পিতার জন্মশত বার্ষিকীতে উৎস্বর্গ করলাম।