১৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী হারুন উর রশিদের গণসংযোগে যোগদেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী, এম রেজাউল করিম চৌধুরী, এসময় গণসংযোগটি বলিরহাট ওয়াইদূর পাড়া বড় গুস্তন-রাহাত্তারপুল হয়ে ইসহাকেরপুর নামক এলাকায় এসে গণসংযোগটি শেষ হয়,
মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করার জন্য যখন বিশ্ব ব্যাংক থেকে লোন চেয়েছিল বিশ্ব ব্যাংক লোন দেয় নি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বলেছিল আমি ১৬ কোটি মানুষের কাছ থেকে এক টাকা এক টাকা করে জমিয়ে পদ্মা সেতুর কাজ করব এবং তিনি তা করে দেখিয়েছেন এ সময় তিনি আরও বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুখে যা বলেন তিনি তা করে দেখান এবং এ সময় ১৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ১৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হারুন উর রশীদ এবিটিভি কে বলেন, ১৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে আগামী ২৯ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে রেজাউল করিম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং তিনি বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এলাকার সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।