
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ১৭,১৮,ও ১৯ নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শাহীন আক্তার রোজী। তিনি প্রতিদিন তার নির্বাচনী এলাকায় হাজার হাজার ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন।
তিনি প্রতিদিনের নেয় আজ শুক্রবার ২০শে মার্চ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর, নির্বাচনী প্রচারণায় যোগ দেন, শাহীন আক্তার রোজী। তার নির্বাচনী গণসংযোগটি শুরু হয় বলিরহাট বড় গুর্স্থান- ওয়াইদুর পাড়া রাহাত্তারপুল হয়ে ইসাকের পুর তা আবারো রাহাত্তারপুল এসে কে বি আমান আলী রোড় হয়ে চকবাজার, মাস্টার পুল বউ বাজার মিয়ার সওদাগর এর -পুল স্কুল মাঠ ময়দার মিল-তকতার পুল, ইরাকের পুলের গোড়ায়- এসে শেষ হয়।
এ সময় শাহীন আক্তার রোজী এবিটিভি কে বলেন এই সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার নারীবান্ধব সরকার তাই আমি ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হতে পারলে নারীদের উন্নয়নের জন্য কাজ করবো এবং অসহায় নারীদের পাশে দাঁড়াবো মাদক সন্ত্রাস ইভটিজারদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তিনি এ সময় আরও বলেন আমি নির্বাচিত হলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পড়ালেখার ব্যবস্থা করবো বিনা পয়সায় বই খাতা কলম দিয়ে তাদের পাশে দাঁড়াবো।