বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের আয়োজনে বক্তারা বঙ্গবন্ধু বাঙালির অবিচ্ছেদ্য অংশ জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি হাসিনা মান্নানের সভাপতিত্বে গতকাল ১৭ মার্চ বিকেল ৫টায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য মিসেস এড.বাসন্তী প্রভা পালিত, মিসেস জান্নাত আরা মঞ্জু।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা নির্বাহী কর্মকর্তা শাহানা পারভিন, সংস্থার কর্মকর্তা জহিরুল ইসলাম, রুশ্নি আকতার, অবকাশ চাকমা, মোঃ নাঈম পারভেজ, মোঃ শাহাদাত হোসেন, তবারাক হোসেন, ইকবাল হোসেন করিম, জাহানারা খুরশিদা এবং প্রশিক্ষানার্থীবৃন্দ। সভার সভাপতি হাসিনা মান্নান বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু বাঙালির অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর ইতিহাসে একজন কালজয়ী নেতা হিসেবে বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত থাকবে। বঙ্গবন্ধুকে বাদদিয়ে বাংলাদেশের ইতিহাস কখনোই সম্ভব নয়।
তিনি বলেন বঙ্গবন্ধু দেশপ্রেম এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করার অনুরোধ করেন। সভা শেষে বঙ্গবন্ধুকে নিবেদিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।