চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ নেতৃত্বে চান্দগাঁও থানা ছাত্রলীগের পক্ষে থেকে করোনা ভাইরাস সচেতনতা অদ্য ২৪ মার্চ চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলমের পক্ষে থেকে করোনা ভাইরাস সচেতনতা বাদ্দারহাট মোর থেকে শুরু করে খাজা রোড, আবাসিক, পুরাতন চান্দগাঁও, মৌলভি পুকুর পাড় , সিএমবি, বালুরটাল, বাহির সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা , গোলাপের দোকান, দিঘির পাড় হয়ে মৌলভি বাজার হয়ে কালুরঘাট বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া,
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে, আপনাদের নিকট “চান্দগাঁও থানা” ছাত্রলীগের কয়েকটি আবেদন মনোযোগ দিয়ে শোনার আহবান জানাচ্ছি। করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন হোন এবং স্বাভাবিক জীবনযাত্রা অব্যহত রাখুন। প্রানপ্রিয় এলাকাবাসি (১) ঘনঘন সাবান দিয়ে দুই হাতের কব্জি পর্যন্ত কমপক্ষে ২০ সেকেন্ড ভালভাবে ধৌত করুন। (২) জ্বর-সর্দি-কাশি হলে আতংকিত না হয়ে বাসায় অবস্থান করুন। প্রয়োজনে ১৬২৬৩ বা ৩৩৩ নাম্বারে ফোন করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিন। (৩) নিজের নাখ, মুখ ও চোখে হাত দিয়ে স্পর্শ করবেন না।
(৪) জরুরি কাজে বাসার বাহিরে আসলে মাস্ক ব্যবহার করুন। (৫) অধিক পরিমানে হালকা কুসুম গরম পানি ও ভিটামিন সি জাতীয় খাবার গ্রহন করুন। (৬) একজন অপরজন হতে কমপক্ষে তিনফিট দূরত্ব বজায় রাখুন। (৭) গুজবে কান দিবেননা, প্রয়োজনীয় পন্য ক্রয় করুন।অহেতুক অধিক পরিমানে পন্য ক্রয় করে বাজারকে অস্থির করবেন না। অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা আদায়ের চেষ্টা করলে, পাশ্ববর্তী থানায় খবর দিন। এতে আরো উপস্থিত ছিলো চান্দগাঁও থানার ছাত্রলীগের সহ সভাপতি রায়হান উদ্দিন সায়েম, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, টাবলু দাশ সহ নেতৃবৃন্দ ।