মোঃতাজুল ইসলাম মিয়াজীঃ
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে ও জনসাধারণকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে নাঙ্গলকোট উপজেলায় দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।গত রবিবার উপজেলায় মাইকিং করে এই নির্দেশ না দেন। এত বলা হয়েছে আগামী ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পযন্ত বন্ধ রাখার ঘোষণা দেন, এবং পরবর্তী নিদর্শনা না দেওয়া পযন্ত দোকান বন্ধ থাকবে।এবং কেউ এই নিদের্শনা না মেনে দোকান খোলা রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে এবং নগদ অর্থ জরিমানা করা হবে।
তাই সকাল থেকে খাবারের হোটেল গুলো ও অনন্য খাবারের দোকান গুলো বন্ধ রেখেছেন হোটেল ও দোকান মালিক গণ।এদিকে দোকান মালিকগণ জানান দীর্ঘ সময় দোকান বন্ধ থাকলে তারা সমস্যা পড়তে পারে বলে জানান।কিছু ফল দোকানী জানান দীর্ঘ সময় দোকান বন্ধ থাকলে তাদের ফল গুলো নষ্ট হবার সম্ভাবনা বেশি।এবং শান্তির বাজার, মাহিনী বাজার, বাংগ্ডা বাজার ফল দোকানীরা জানান তাদের আর্থিক ক্ষতি হতে পারে ২ লক্ষ টাকার মতো।