গতকাল ২৬ মার্চ, বৃহস্পতিবার কোভিড-১৯ রোধে পটিয়ার চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘের লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণুনাশক ছিটানো সম্পন্ন হয়েছে। চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘের সার্বিক ব্যবস্থাপনায় চাপড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। একই সাথে বিভিন্ন নালা-নর্দমা, অপরিচ্ছন্ন জায়গা, মসজিদ ইত্যাদি জায়গায় জীবণুনাশক ছিটানো হয়।
একই সাথে সংগঠনটির উদ্যোগে এলাকার মানুষদেরকে কোভিড-১৯ মোকাবেলায় কিভাবে সচেতন হওয়া প্রয়োজন তা নিয়ে কাউন্সিলিং করা হয়। সেই সাথে মাইকিং এর মাধ্যমে সবাইকে সচেতন করা হয়। উক্ত কর্মসূচিতে সংগঠনটির ৪০ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। তারা জানান, ‘কোভিড-১৯ আজ পুরো বিশ্ব থমকে দিয়েছে। এটার বিরুদ্ধে আমাদের তেমন কিছু করা না থাকলেও সচেতনতার মাধ্যমে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
আমরা যে যার অবস্থান থেকে সচেতন হয়ে নিজেদের, নিজেদের পরিবার সর্বোপরি দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবো। আমাদের সবার উচিত বাসায় অবস্থান নেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।’ কোভিড-১৯ মোকাবেলায় তাদের এই জনসচেতনতামূলক কাজ অব্যাহত থাকবে বলেও জানান।