বাকি বিল্লাহ চৌধুরী :::::এবি টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, নগর বিএনপির সংগ্রামী সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের মেয়রপ্রার্থী জননেতা ডাঃ শাহাদাত হোসেনের দিক নির্দেশনায় জীবাণু নাশক ০.৫ক্লোরিন সলিউশন ছিটানো হয়,
চাক্তাই এলাকার বিভিন্ন অলি গলি, অপরিষ্কার নালা নর্দমায়,বিভিন্ন কলোনি, মসজিদসহ বাসা বাড়ীর অাঙ্গিনায় । আর উক্ত কাজে স্বশরীরে উপস্থিত ও অর্থায়ন করেন চাক্তাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে সম্মাণিত সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন মিন্টু ও যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন।এছাড়াও উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা নুর হোসেন নুরু।
নগর ছাত্রদল নেতা এন মোহাম্মদ রিমনের নেতৃত্বে স্ব শরীরে জীবানু নাশক ছিটানোর কাজে নিয়োজিত ছিলো নগর ছাত্রদল নেতা মো শাহারিয়ার, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো সুজন, ছাত্রদল নেতা মো ইউছুপ, মো আলমগীর হিমু, মো জামাল, মো নাঈম সহ প্রমুখ উপস্থিত ছিলো। আগামী ২-১ দিনের মধ্যে চাক্তাই এলাকার বাদ বাকী অংশে ও জীবাণু নাশক ছিটানোর পরিকল্পনার কথা জানায় ছাত্রদল নেতা এন মোহাম্মদ রিমন।