
হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক থানার এস আই হাবিবুর রহমান পিপিএম শনিবার দিনব্যাপী থানার বিভিন্ন এলাকায় করোনা সংক্রামন প্রতিরোধে প্রচার কাজ চালানো সময় রাস্তায় চলাচলকারী রিক্সাওয়ালা সহ পথচারীদেরকে মাস্ক পরিয়ে দেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি তুলে ধরেন।
এ নিয়ে একটি আইডিতে লেখেন রিক্সাওয়ালাদের কে কেহ অবহেলা করবেন না, এরাও মানুষ , পেটের তাগিদে রিক্সা নিয়ে রাস্তায় নামে, মানবতার ফেরীওয়ালা এসআই হাবিবুর রহমান পিপিএম রিক্সাওয়ালা সহ পথচারীদের করোনা প্রতিরোধে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। স্যালুট হে মানবতার ফেরিওয়ালা তোমায় স্যালুট। বল প্রয়োগ করে নয় , ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়।
এ ব্যাপারে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম প্রতিনিধি কে জানান, আতঙ্কিত নয়, সতর্ক থাকুন। সরকারের সব ধরনের প্রস্তুতি আছে, ভয়ের কোনও কারণ নাই। আশা করি করোনা ভাইরাস বাংলাদেশে তেমন ক্ষতি করতে পারবেনা।প্রবাসীদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রামন রোধে মাস্ক ও গ্লাভস পরতে হবে ও হাত ধুয়ে পরিস্কার থাকতে হবে।
বিদেশ হতে যারাই এসেছেন, পরিবার ও দেশের স্বার্থে সেল্ফ কোয়ারান্টাইনে ১৪ দিন আলাদা কক্ষে থাকতে হবে। লক্ষণ ও উপসর্গদেখা দিলে, সাথে সাথে হট লাইনের নম্বরে যোগাযোগ করতে হবে।সভা সমাবেশ, সম্মেলন এর আয়োজন না করা সহ জনবহুল এলাকা এড়িয়ে চলা, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো ভাবে হাত ধোঁয়া, হাত দিয়ে নাক, মুখ চোখ না ধরা এবং হাঁচির শিষ্টাচার মেনে চলার পরামর্শ দেন তিনি।