রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারাল চারজন, রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। উপজেলার অন্নদানগর রেলক্রসিংয়ে সোমবার বেলা ১২ টার দিকে তারা নিহত হন বলে জানিয়েছেন পীরগাছা থানার এসআই জিয়াউর রহমান। তবে তিনি নিহতদের নাম জানাতে পারেনি। এসআই জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, বেলা ১২টার দিকে কাউনিয়া থেকে ট্রেনের একটি ইঞ্জিন পীরগাছা যাচ্ছিল। এ সময় আনন্দনগরে রেলক্রসিং দিয়ে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল।
ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হন। আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে সেখানে আরও দুইজন মারা যান। তবে আরও কেউ আহত হয়েছেন কিনা সে বিষয়ে এসআই জিয়াউর কিছু বলতে পারেননি। নিতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। ময়লাতদন্ত শেষে নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।