দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পক্ষ থেকে পটিয়া সদর ও উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ২০ হাজার টাকার কম আয় যে সব ব্যক্তি রয়েছে এরকম প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা ঠেকাতে দিনমজুর, গরীব, অসহায়, মধ্যবৃত্ত পরিবারদের পাশে দাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আর্থিক সহযোগিতা করার জন্য এলাকা ভিত্তিক তালিকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নিয়ে বৈঠক করেছে। বুধবার পটিয়া পৌরসভা কার্যালয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী ও ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকিজ উদ্দিন চৌধুরীর উপস্থিতে বৈঠকে অংশ নেন পটিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা,
পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির ভাই মজিবুল হক চৌধুরী নবাব, কাউন্সিলর আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার রুপক সেন, আবু সৈয়দ, খোরশেদ গণি, গোফরান রানা, শফিকুল ইসলাম, কামাল উদ্দীন বেলাল, আব্দুল মান্নান, শেখ সাইফুল ইসলাম প্রমুখ। এতে এলাকার কাউন্সিলর নিজ নিজ এলাকার মাসিক ২০ হাজার টাকার কম আয়ের যে সব মানুষ রয়েছে তাদের তালিকা প্রস্তুত করার কথা রয়েছে। ইউপি চেয়ারম্যানদের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়ার কথা রয়েছে বলে জানান।
এস আলম গ্রুপের পক্ষ থেকে পটিয়া উপজেলার প্রতিটি এলাকায় শতশত হাজার ছেলে মেয়েকে চাকুরী, কর্মসংস্থান,গরীব অসহায়কে গৃহ নির্মাণ করে দিয়ে সারা দেশে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন, কাউন্সিলর গোফরান রানা জানান, এস আলম গ্রুপ শুরু থেকে দেশের মাটি ও মানুষ, মানব সেবার কাজ করে যাচ্ছেন।যার কারণে পটিয়াবাসী উনা প্রতি কৃতজ্ঞ। আজীবন শ্রদ্ধার সাথে পটিয়ার প্রতিটি পরিবার উনাকে মনে রাখবে বলে তিনি জানান।এ বিষয়ে এস আলম গ্রুপের মানব সম্পদ বিভাগের জিএম অ্যাডভোকেট এম হোসেন রানা এবিটিভি কে বলেন, পটিয়ায় কতজন ব্যক্তিকে এই সহায়তা দেয়া হবে সেটা কোন নিদিষ্ঠ না তবে, প্রতিটি এলাকা থেকে তালিকা প্রনয়ন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।